বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র অঞ্চলে শিক্ষা প্রসারে ভূমিকা রেখে চলেছে। ১৮৮৭ সালে অত্র অঞ্চলের কিছু বিদ্যুৎসাহী দাতার প্রচেষ্টায় যে প্রতিষ্ঠান গড়ে উঠেছিল কালক্রমে সে প্রতিষ্ঠান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বনামধন্য প্রতিষ্ঠাণে পরিণত হয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রতিটি ধাপ এক ঝাক মেধাবী ও দক্ষ শিক্ষকের পরিচালনায় পরিচালিত হয়ে উঠেছে যুগপোযাগি। জেনারেল ও ভোকেশনাল শাখার সাথে সাথে বিদ্যালয়ের লাইব্রেরী শিক্ষার্থীদের চাহিদা পূরণ করে চলেছে।