এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৩-২০২৪ অর্থ-বছরে Procurement of IT Equipment for Multimedia Classroom প্রজেক্টের যন্ত্রপাত্রি ক্রয়ের নিমিত্তে প্রকৃত আইটি ইকুইপমেণ্ট বিক্রেতাগণের কোটেশন আহবান করা হচ্ছে। উক্ত কোটেশন ২৩/০৫/২০২৪ খ্রিঃ তারিখ হইতে ৩০/০৫/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (সকার ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত) প্রধান শিক্ষকের কার্যালয় থেকে কোটেশন ক্রয় করা যাবে ও উক্ত দিন দরপত্র উন্মুক্ত করা হবে। সর্বনিম্ন দরপত্র প্রদানকারী প্রতিষ্ঠানকে যথাসময়ে অবগত করা হবে।