ইদানিং খেয়াল করা যাচ্ছে, বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে পড়ছে। বিযালয়ে মোবাইল নিয়ে আসা, শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার, বিদ্যালয়ের নির্ধারিত পোষাক পরিধান না করা, নির্দিষ্ট সময় বিদ্যালয়ে হাজির না হওয়া, বিদ্যালয়ে না এসে বাজারে বা এখানে সেখানে সময় কাটিয়ে ছুটির সময় বাড়ি যাওয়া, বিদ্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকা, বাড়িতে যেয়ে বিদ্যালয় ছুটি অথবা ক্লাস হচ্ছে না বলা,বিদ্যালয়ে মারামারি করা, র্যাগ ডে বা বছর শেষ ক্লাসের নাম করে রঙ খেলাসহ বিভিন্ন শৃঙ্খলা পরিপন্থী কাজ। অভিভাবকদের কাছে অনুরোধ সন্তানের ভবিষ্যৎ মঙ্গলের উদ্দেশ্যে আপনার সন্তানের চলাফেরার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষার্থে শৃঙ্খলা কমিটি শিক্ষার্থী বহিস্কারের মতো কঠিন সিদ্ধান্তও গ্রহণ করতে পারে।
উল্লেখ্য অত্র প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতাভুক্ত।